Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,রবিবার,২৬ মে ২০১৯ঃ হাবিবুর রহমান সম্প্রতি ইউনাইটেডকমার্শিয়াল ব্যাংক লিমিটেডেউপ-ব্যবস্থাপনা পরিচালক হিসাবে যোগদান করেছেন। ইউসিবিতে যোগদানের পূর্বে তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের কর্পোরেট ব্যাংকিং বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ ভাইসপ্রেসিডেন্ট হিসাবে দায়িত্বরত ছিলেন।

সুদীর্ঘ ২৪ বছরেরঅধিকসময়দেশে ও দেশেরবাইরেবহুমুখীব্যাংকিংঅভিজ্ঞতালব্ধজনাবরহমান ব্যাংক ইন্দোসুয়েজ, এ এন জেড গ্রীন্ডলেজ, স্ট্যান্ডার্ড চার্টার্ড, টরেণ্টো ডমিনিয়ন (টিডি), এইচ এস বি সি, সিটি এবং ইবিএল সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেছেন। তিনি ইবিএলে কর্পোরেট ব্যাংকিং বিভাগে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন এবং ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি সিটি ব্যাংক লিমিটেডে কর্মরত ছিলেন যেখানে ক্রেডিটনীতিমালাপর্যালোচনা, প্রক্রিয়া, পোর্টফোলিও সেগমেন্টেশন মাধ্যম ও তত্ত্বাবধানে অবদান রাখেন। তিনি টিডি ব্যাংক কানাডা’র টিডি সিকিউরিটিযে (হোলসেল ব্যাংকিং) ডিল এ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার হিসাবে দায়িত্বরত ছিলেন। তিনি এছাড়াও এ এন জেড গ্রীন্ডলেজ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এইচ এস বি সি বাংলাদেশে কর্পোরেট বিজনেসে রিলেশনশিপ ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেছেন।

জনাব হাবিবুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে অর্থনীতি’তে স্নাতক ও স্নাতকোত্তর (এমএসএস) সম্পন্ন করেছেন এবং ব্রাসেলস, বেলজিয়াম থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রী অর্জন করেছেন।

জনাব হাবিবুর রহমান যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, ভারত, ইটালী, মালয়েশিয়া এবং শ্রীলংকা প্রভৃতি দেশে রিলেশনশিপ ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল ট্রেড ইত্যাদি বিষয়ে নানা সেমিনার, কর্মশালা, কনফারেন্স ও প্রশিক্ষন কর্মসূচীতে অংশগ্রহন করেছেন।