Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার,২৭মে ২০১৯ঃ ভারতের সর্বোচ্চ আদালত সমকামিতাকে আইনি স্বীকৃতি দিয়েছে। কিন্তু বিষয়টি সামাজিক স্বীকৃতি এখনও পায়নি। অসংখ্য সিনেমায় সমকামিতা নিয়ে কাজ হচ্ছে কিন্তু চেনা ছকের মধ্যেই।

সম্প্রতি ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ সিনেমাতে সমকামীর চরিত্রে অভিনয় করেছেন সোনম কাপুর। ওই চরিত্রে অভিনয় করা নিয়ে তার মনে কোনও দ্বিধা ছিল না বলে জানিয়েছেন সোনম।

‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’সিনেমায় সোনমের চরিত্রের নাম ছিল সুইটি চৌধুরি। যেখানে বাবার ভূমিকায় ছিলেন অনিল কাপুর। এর মধ্য দিয়ে রিয়েল লাইফের বাবা-মেয়ে প্রথম স্ক্রিন শেয়ার করেছেন।

সোনমের কথায়, ‘আমার চরিত্রটা দেখে যদি একজন মানুষের জীবনেও কোনও পরিবর্তন আসে, যদি উপকার পান, তা হলেই আমি খুশি। আর সমকামীর চরিত্র বলে আমার আলাদা করে কোনও ভয় ছিল না। নেগেটিভিটি নিয়ে ভাবিনি আমি।’