Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার ৩০মে ২০১৯ঃ মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে পূর্ণাঙ্গ কমিটি পেল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সনজিত চন্দ্র ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সুপারিশের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বৃহস্পতিবার এই কমিটির অনুমোদন দেন।

২৫১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সহসভাপতি করা হয়েছে ৫১ জনকে, যুগ্ম সাধারণ সম্পাদক ১১, সাংগঠনিক সম্পাদক ১১, বিভিন্ন সম্পাদক ৩০, উপসম্পাদক ৯৬, সহসম্পাদক ৩৪ এবং সদস্য করা হয়েছে ১৬ জনকে।

কমিটিতে ১ নম্বর সহসভাপতি করা হয়েছে আকাশ সরকারকে, ১নং যুগ্ম সম্পাদক করা হয়েছে হোসাইন আহমেদ সোহানকে, আর ১ নম্বর সাংগঠনিক সম্পাদক করা হয়েছে এসএম মেহেদী হাসান শিমুলকে।

গত বছরের ৩১ জুলাই সঞ্জিত চন্দ্র দাসকে সভাপতি ও সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ঢাবি ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয় শাখা কমিটির মেয়াদ এক বছর।

সে অনুযায়ী আগামী জুলাইয়ের শেষের দিকে কমিটির মেয়াদ শেষ হচ্ছে।