খােলাবাজার ২৪,বৃহস্পতিবার ৩০মে ২০১৯ঃ প্রসুতি সেবা নিয়ে কেউ ব্যবসা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী ডাক্তার জাহিদ মালেক। নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষ্যে আয়োজিত ব্রিফিংয়ে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালের চেয়ে বেসরকারি হাসপাতালগুলোতে সিজারিয়ানের সংখ্যা বেশি। তাই সরকারি সেবা নিতে সবাইকে পরামর্শ দেন তিনি।
মন্ত্রী বলেন, দেশে প্রসুতি মায়েদের জরুরী সেবায় কার্যক্রম চালু করেছে সরকার। একইসঙ্গে মাতৃমৃত্যু হার কমাতে স্বাস্থ্যসেবার আওতা বাড়ানো হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। “মর্যাদা ও অধিকার, স্বাস্থ্যকেন্দ্রে প্রসুতি সেবার অঙ্গীকার” এই প্রতিপাদ্য নিয়ে দেশজুড়ে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হচ্ছে।