ফরিদপুরের সদরপুর উপজেলায় নিজ বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মিরাজ হাওলাদার ও চায়না বেগম নামের সৌদিপ্রবাসী এক দম্পতি মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরের দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের চরব্রাহ্মণদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিরাজ গ্রামের রাশেদ হাওলাদারের ছেলে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মাসখানেক আগে সৌদি আরব থেকে ঈদ করতে বাড়িতে আসেন মিরাজ-চায়না দম্পতি। আজ দুপুরের দিকে বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার উদ্দেশ্যে ভেতরে নামেন মিরাজ। বেশ অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরও স্বামীর কোনো সাড়াশব্দ না পেয়ে স্ত্রী চায়না বেগমও ট্যাঙ্কের ভেতরে নামেন। পরবর্তী সময়ে তাঁরও কোনো সাড়া পাওয়া যায়নি।
পরে প্রতিবেশীরা সেপটিক ট্যাঙ্ক থেকে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে।