Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,শুক্রবার ৩১মে ২০১৯ঃ নতুন ছবি ‘দিন: দ্য ডে’ নিয়ে ব্যস্ত রয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। এটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মাণ করছেন অনন্ত জলিল। ছবিটি পরিচালনা করছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম।

ছবিটির বেশকিছু অংশের শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে বাংলাদেশ ও ইরানে। আবারও নতুন করে শুরু হবে এর দৃশ্যায়ন। সে জন্য ছবির বাংলাদশি ইউনিট নিয়ে আবারও ইরান যাচ্ছেন অনন্ত জলিল। তার সঙ্গে নায়িকা বর্ষাসহ বাংলাদেশের ১৫ জনেরও অধিক একটি দল ইরান যাচ্ছে বলে জানিয়েছেন অনন্ত। তাই ইরানেই কাটবে অনন্ত-বর্ষার ঈদ। তাদের সঙ্গে যাবে তাদের দুই পুত্রও।

অনন্ত জলিল জানান, ঈদের আগেই আগামী ৪ জুন দেশ ছাড়বেন তিনি ও তার টিম। ইরানে টানা এক সপ্তাহেরও বেশি সময় ছবির শুটিং করবেন। এ লটে ‘দিন: দ্য ডে’ ছবির ৭৫ ভাগ শুটিং শেষ হবে। এরপর খানিক বিরতি দিয়ে বাকি অংশের শুটিং তুরস্কে করা হবে। সব কাজ শেষ করে চলতি বছরই ছবিটি মুক্তি দেয়া হবে।’