Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, শনিবার ০১জুন ২০১৯ঃ চিত্রনায়িকা আইরিন সুলতানা। ইতিমধ্যে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। আসছে ঈদে আইরিন আসছেন দর্শকদের সামনে। তবে কোন চলচ্চিত্রে নয় ‘ট্র্যাপড’ শিরোনামের একটি ওয়েব সিরিজে। সম্প্রতি সিরিজটির ট্রিজার মুক্তি পেয়েছে।

সৈকত নাসির পরিচালিত এই ওয়েব সিরিজের দৃশ্যধারণ হয়েছে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে। আসাদ জামানের রচনায় এতে আইরিনের সহশিল্পী আমান রেজা, একে আজাদ, ফারহান লিও প্রমুখ।

‘ট্র্যাপড’ সিরিজের গল্পে দেখা যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় দুই ছেলেমেয়ের। পরিচয়ের সূত্র ধরে বিয়ে। বিয়ের পর তারা বালিতে বেড়াতে যান। সেখানে গিয়ে মেয়েটি নানাভাবে একের পর এক ফাঁদে পড়ে। একসময় জানতে পারে যাকে ভালোবেসে বিয়ে করেছিল সেই ছেলেই সব কলকাঠি নাড়ছে। এই ফাঁদে পড়া মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন আইরিন।

এ বিষয়ে আইরিন বলেন, ‘দেশ এবং নারী কখনও পণ্য হতে পারে না, এই মেসেজটি দিতে চেয়েছি আমরা এই সিরিজের মাধ্যমে।’

নির্মাতা সৈকত নাসির বলেন, ‘ঈদের আগের দিন রাত থেকে এটি উন্মুক্ত হবে। পর্যায়ক্রমে ১২টি পর্বে মুক্তি দেয়া হবে। সিরিজটির প্রতি পর্বের দৈর্ঘ্য ১৫ মিনিট করে।’