খােলাবাজার ২৪, রবিবার ১৬ জুন ২০১৯ঃ পিরোজপুর প্রতিনিধি: দৈনিক সমকালের পিরোজপুর জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু’র বিরুদ্ধে পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এ কে এম এ আউয়াল এর দায়ের করা দুই কোটি টাকার মানহানী মামলা খারিজ করে দিয়েছে আদালত।
পিরোজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট পল্লবেশ কুমার কুন্ডু ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এর ২৪৭ ধারা’ মোতাবেক মামলাটি খারিজ করে মামলার দায় থেকে ফসিউল ইসলাম বাচ্চুকে খালাস প্রদানের আদেশ দেন। রবিবার এ আদেশের কপি পাওয়া গেছে।
এর আগে গত বৃহস্পতিবার মামলার ধায্য দিনসহ মামলার বাদী সাবেক এমপি এ কে এম এ আউয়াল দীর্ঘদিন অনুপস্থিতি থাকা এবং মামলায় কোন তদ্বির না করার কারণে আদালতে বিচারক মামলাটি খারিজ করার আদেশ দেন।
গত ২০১২ সালে পত্রিকায় সংবাদ প্রকাশের কারণে ক্ষিপ্ত হয়ে ততকালীন পিরোজপুর-১ আসনের এমপি এ কে এম এ আউয়াল নিজে বাদী হয়ে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল আদালতে দুই কোটি টাকার এ মানহানী মামলাটি দায়ের করেন।
এদিন একই আদেশে দৈনিক কালের কন্ঠ পত্রিকার বরিশাল ব্যুরো চীফ রফিকুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা সাবেক এমপি আউয়ালের আরেকটি মানহানী মামলাও খারিজ করে দেন।
উল্লেখ, দৈনিক সমকাল পত্রিকায় ২০১২ সালের ৯ মার্চ “নাজিরপুরে হেলিকপ্টারে এসে হাসপাতাল উদ্বোধন করলেন এমপি আউয়াল” এবং একই বছরের ১০ মার্চ “পিরোজপুরে আওয়ামী লীগের জনসভায় নেতৃবৃন্দ: এমপি আউয়াল ও আনোয়ার দুর্নীতিবাজ-টেন্ডারবাজ” শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদ প্রকাশে ক্ষুব্দ হয়ে ২০১২ সালের ১২ মার্চ পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল আদালতে এমপি আউয়াল বাদী হয়ে সমকাল পত্রিকার পিরোজপুর জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু’র বিরুদ্ধে দুই কোটি টাকার মানহানীর একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর আদালতের বিচারক মামলাটি তদন্তের জন্য পিরোজপুরের ততকালীন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল)কে তদন্ত করার আদেশ দিতে গেলে এমপি আউয়াল ক্ষমতার অপব্যবহার করে মামলায় বিবাদী ফসিউল ইসলাম বাচ্চু’র বিরুদ্ধে সমন জামিন করান। পরবর্তীতে তিনি ক্ষমতার দাপটে মামলায় ফসিউল ইসলাম বাচ্চু’র বিরুদ্ধে চার্জ অভিযোগ গঠন করান। মামলায় হাইকোর্ট থেকে ফসিউল ইসলাম বাচ্চু জামিন লাভ করে এবং চার্জ গঠনের বিরুদ্ধে পিরোজপুর জজ আদালতে রিভিশন মামলা দায়ের করাসহ হাইকোর্ট থেকে মামলার কার্যক্রম স্থগিত কারার আদেশ দেয়া হয়। সে সময়ে ফসিউল ইসলাম বাচ্চু’র পক্ষে হাইকোর্টে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্টের ততকালীন আইনজীবী পিরোজপুর-১ আসনের বর্তমান এমপি ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এডভোকেট শ .ম. রেজাউল করিম।
পরবর্তীতে হাইকোর্টের স্থগিত আদেশের সময়কাল শেষ হওয়ায় পিরোজপুর জুডিশিয়াল আদালতে পুনরায় মামলার কার্যক্রম শুরু হয়। তবে দীর্ঘদিন পিরোজপুর আদালতে মামলার কার্যক্রম চললেও মামলার বাদী সাবেক এমপি এ কে এম এ আউয়াল আদালতে অনুপস্থিত থাকেন। দীর্ঘ ৭ বছর তিন মাস মামলার কার্যক্রম চলার পরে বৃহস্পতিবার আদালত মামলাটি খারিজ করার আদেশ দেন।