খােলাবাজার ২৪, সোমবার ১৭ জুন ২০১৯ঃ এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড ওচট্টগ্রাম ওয়াসারমধ্যে একটি সমঝোতা চুক্তি ১৬ই জুন রবিবার স্বাক্ষরিত হয়।এই চুক্তির ফলে চট্টগ্রাম ওয়াসার গ্রাহকরা তাদেরপানির বিল এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের মাধ্যমে প্রদান করতে পারবে।
চট্টগ্রাম ওয়াসার প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের জুবিলি রোড শাখা ব্যবস্থাপক মোহাম্মদ নূর-এ-আলম সিদ্দিকীএবং যুগ্ম সচিব ও ওয়াসারউপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মোহাম্মদ নূরুল আলম চৌধুরীনিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অন্যান্যদের মধ্যেব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আগ্রাবাদ কর্পোরেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলাউদ্দিন, খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শামসুল আলম, আতুরার ডিপো শাখার ব্যবস্থাপক সৈয়দ আসাদ মাহমুদ,জুবিলি রোড শাখার সহকারী ব্যবস্থাপক সাফিয়া খানম, ওয়াসার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া, সিস্টেম এনালিষ্ট আইসিটি সার্কেল শফিকুল বাশারসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।