Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, মঙ্গলবার ১৮ জুন ২০১৯ঃ সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে একটি হোটেলে অনুষ্ঠতি ইন্ডিয়ান চেম্বার অব কর্মাস আয়োজিত ইএআইএ এ্যাওর্য়াড-২০১৯ অনুষ্ঠানে গ্রীন ডেল্টা  ইন্স্যুরেন্স কোম্পানীর প্রতষ্ঠিাতা ব্যবস্থাপনা পরচিালক ও বর্তমান উপদেস্টা জনাব নাসির এ চৌধুরী-কে বাংলাদেশে বীমা শিল্পের উন্নয়নে অগ্রগামী ভূমিকা পা্লনের জন্য আজীবণ সন্মাননা পুরস্কারে ভূষিত করা হয়।
একই অনুষ্ঠানে গ্রীন ডেল্টা  ইন্স্যুরেন্স কোম্পানী ৪টি ক্যাটাগরীতে পুরস্কার পাবার সন্মান র্অজন করে সেগুলো  হলো- উই্মেন ইন ইন্স্যুরেন্স লীডারশীপ (ফারজানা চৌধুরী এমডি এন্ড সিইও), বেস্ট জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী, বেস্ট হেলথ ইন্স্যুরেন্স কোম্পানী এবং বেস্ট প্র্যাকটিস ইন ক্রপ ইন্স্যুরেন্স অব  দ্যা ইয়ার ।