Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

বিশ্বকাপের পরে আগস্ট-সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের ভারতের বিপক্ষে সিরিজ আছে। ওই সিরিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-২০ ম্যাচ খেলবে উইন্ডিজরা। গেইল ওই সিরিজে খেলার আশা ব্যক্ত করে বলেন, ‘এটাই আমার শেষ নয়। আমাদের সামনে এখনও বেশ ক’টা ম্যাচ আছে। অবসরের কথা জানতে তাই এরপরের আরও একটি সিরিজ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। দেখা যাক কি হয়।’

গেইল বলেন, ‘বিশ্বকাপের পরে কি করব… ভারতের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে খেলতে চাই। এরপর অবশ্যই ওয়ানডে এবং টি-২০ ম্যাচে খেলবো।’ প্রাথমিকভাবে গেইল মজা করছেন বলেই মনে করেন উপস্থিত সবাই। গেইল তো এখন আর আগের মতো মুখ বুজে থাকা গেইল নেই। তবে পরে ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া ম্যানেজার নিশ্চিত করেছেন গেইল মজা করছেন না। বরং তিনি বিশ্বকাপের পরে একটা বিদায়ী সিরিজ খেলতে আগ্রহী।