খােলাবাজার ২৪,বৃহস্পতিবার, ২৭ জুন,২০১৯ঃ ২৭ জুন ২০১৯ কে আইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রগতি ইন্সুরেন্স লিমিটেড এর ৩৩তম বার্ষিক সাধারন সভায় কোম্পানীর শেয়ার হোল্ডারদের জন্য ২০১৮সালে ১৩% নগদ লভ্যাংশ এবং ৭% বোনাস শেয়ার অনুমোদন করা হয় । এই সভায় কোম্পানীর চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন সভাপতিত্ব করেন। ভাইস চেয়ারম্যান জনাব তাবিদ মোঃ আউয়াল এবং কোম্পানীর পরিচালনা পর্ষদের সদস্য সর্ব জনাব খলিলুর রহমান, মোহাম্মদ এ. আউয়াল, মোঃসাইদুর রহমান মিন্টু, খান মোঃ আমীর, এন. জে চৌধুরী, নাসির লতিফ, স্বতন্ত্র পরিচালক সন্তোষ শর্মা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রেজাউল করিম ও প্রচুর সংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন।
২০১৮সালে কোম্পানী গ্রসপ্রিমিয়াম বাবদ আয়করে ২০৫ কোটি টাকা যা গত বছরের তুলনায় ২৩.৩৫% অধিক। উক্ত বছরে কোম্পানীর কর পূর্ব মুনাফা আয় হয় ২৩.৬৬ কোটি টাকা। নীট দাবী পরিশোধের পরিমান ১০.৭৬ কোটি টাকা যা গত বছরেছিল ৮.২৪ কোটি টাকা।বীমা খাত থেকে আয় হয়েছে ১৫.৭১ কোটি টাকা যা বিগত বছরের তুলনায় ২৫.৮০% বৃদ্ধি পেয়েছে। মোট সম্পদের পরিমান দাড়িয়েছে ৪৫৪.৬১ কোটি টাকা ।
চেয়ারম্যান তার বক্তব্যে বলেন এ বছর বীমা খাত থেকে আয় হয়েছে ১৫.৭১ কোটি টাকা যা গত বছরের তুলনায় ২৫.৮০% বৃদ্ধি পেয়েছে । এ বছর শেয়ার প্রতি আয় বেড়েছে ৩.০২ টাকা যা গত বছরছিল ২.৬৬ টাকা । এই সাফল্যের পিছনে রয়েছে বীমা গ্রাহকদের অসীম অবদান, কোম্পানীর পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা, কোম্পানীর সকল ¯তরের কর্মকর্তা, কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম এবং কর্মনিষ্ঠা।
বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার আলোচনায় অংশ গ্রহন করেন এবং কোম্পানীর কার্যক্রমে এবং অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। বার্ষিক সাধারন সভা সঞ্চালনা করেন কোম্পানী সচিব (চলতি দায়িত্ব) সৈয়দ আনিসুল হক।
সভায় উদ্যোক্তা পরিচালক হতে ৩ জন পরিচালক পুনঃ নির্বাচিত হন তাঁরা হলেন সর্ব জনাব মোহাম্মদ এ. আউয়াল, প্রকৌশলী মোঃ মুশফিকুর রহমান এবং জনাবা নাহরিন সিদ্দিকা । পাবলিক শেয়ার হোল্ডারের পক্ষ থেকে ২ জন পরিচালক নির্বাচিত হন তারা হলেন- জনাব এ. এস .এম. মহিউদ্দিন মোনেম এবং তাহসিনা রহমান ।