Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,শুক্রবার, ২৭ জুন,২০১৯ঃ মনে আছে সেই শাহনাজ আক্তার পুতুলের কথা? জীবন সংগ্রামী এক নারী তিনি। সমাজে নানা ধরনের পেশা থাকতেও জীবিকা হিসেবে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং বেছে নিয়েছিলেন তিনি। দিনে-রাতে যাত্রী পরিবহন করেন এই নারী। একদিন এক দুর্বৃত্ত কাজের নাম করে তার মোটর বাইকটিকে নিয়ে পালিয়ে যায়। এরপরের ঘটনা সবার জানা। এবার তাঁর জীবনের কিছু খন্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপরাজিতা’। যাতে নাম ভূমিকায় পুতুলের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ফারজানা ছবি।

চলচ্চিত্রটি নির্মাণ করেছেন- শহীদ মাহমুদ আবির, আসিমা কামাল মৌনী, বুলবুল আহমেদ সহ আরো কয়েকজন নির্মাতা। এর উপদেষ্টা পরিচালক ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মাসুদ চৌধুরী এবং পারভেজ সিদ্দিকী।

‘অপরাজিতা’ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা ও কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেছেন অভিনেত্রী ফারজানা ছবি।

সেখানে তিনি লিখেছেন, ‘আমরা প্রত্যেকেই একই সময়ে জীবনের দ্বিমুখী অবস্থানে বসবাস করি। একটি জীবন যাপন করি এবং আরেকটি জীবনে আচ্ছন্ন থাকি। খুব কম মানুষই আছেন যাঁরা যাপিত জীবন ও কাংখিত জীবনের মাঝে যোগসূত্র স্থাপনের সাহস দেখাতে পারেন। এমন কিছু মানুষকে জানার সৌভাগ্য হয়েছে আমার বিচিত্র সব চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তেমনই এক মানুষ, শাহনাজ আক্তার পুতুল (পুতুল আপা)। বাংলাদেশের প্রথম পেশাদার নারী বাইকার। তাঁর জীবনের কিছু খন্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অপরাজিতা’। যাতে আমি নাম ভূমিকায় তাঁর চরিত্রে অভিনয় করেছি। কৃতজ্ঞতা গল্পের এই জীবনজয়ী মানুষগুলোর প্রতি, যাঁরা আমায় সমৃদ্ধ করেছে প্রতি মুহূর্তে এবং জীবনকে দেখার অজস্র দুয়ার খুলে দিয়েছে আমার সামনে।’

উল্লেখ্য, জীবন সংগ্রামী এক নারীর শাহনাজ আক্তার পুতুল। যার দুটি সন্তান। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই বাইকটা ঠেলে নিয়ে বের হন। বাইরে বের হয়ে ঋণের টাকায় কেনা মোটর বাইকটা যখন স্টার্ট দেন বাইকের চাকার সঙ্গে তখন তার দুই মেয়ের ভবিষ্যতের চাকাও যেন ঘুরতে শুরু করে। নিজের বর্তমান-ভবিষ্যত নিয়ে উদাসীন এই সংগ্রামী নারী সন্তানদের ভবিষ্যত সুখ স্বপ্ন চোখে নিয়ে পাড়ি দিতে থাকেন মাইলের পর মাইল।

একজন নারীর জন্য অর্থ আয়ের সবচেয়ে আদি ও সহজ পথে পা না দিয়ে যে মোটর সাইকেলটিকে পুঁজি করে বন্ধুর পথে তিনি পা বাড়িয়েছিলেন, কিছুদিন আগে এক দুর্বৃত্ত কাজের নাম করে সেই মোটর বাইকটিকে নিয়ে পালিয়ে যায়। নিজের সেই একমাত্র উপার্জনের বাইকটি হারিয়ে অঝরে শুধু কেঁদেই চলেন পুতুল। এরপরে রাজধানীর শেরে বাংলা থানায় জিডি করেন।

থানায় জিডি করার পর থানা থেকে ওই প্রতারককে ধরার চেষ্টা করা হয়। বাইক চুরির ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছিলেন তেজগাঁও বিভাগের সিনিয়র সহকারী কমিশনার আবু তৈয়ব মো. আরিফ হোসেন। শাহনাজের বাইক চুরির ঘটনাটি জানার পর থেকেই বাইকটি উদ্ধারের জন্য সব ধরনের প্রযুক্তি ও কৌশলে কাজ শুরু করে পুলিশ। শাহনাজের দেওয়া ঘটনার বর্ণনা অনুযায়ী ওই এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সেই সিসিটিভি ফুটেজে চোরের চেহারা দেখা গিয়েছিল। এরপর বাইকটি উদ্ধারের জন্য নানা দিকে তল্লাশি শুরু করে পুলিশ। সর্বশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে স্কুটি মোটরবাইকটি উদ্ধার করে পুলিশ। এ সময় প্রতারক জনিকেও আটক করা হয়েছে।

এ সংবাদটি সোশ্যাল মিডিয়া সহ সব গণমাধ্যমে ভাইরাল হয়। বেশ আলোচনায় আসেন পুতুল।