খােলাবাজার ২৪,শনিবার, ২৯ জুন,২০১৯ঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে ২০১৯ সালে আশকোনা হজক্যাম্পে হজযাত্রীদের ব্যবহারের জন্য ফোমের বিছানা ও পানি বিশুদ্ধকরণ যন্ত্র প্রদান করা হয়েছে।
২৭ জুন ২০১৯ বৃহস্পতিবার ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া আশকোনা হজক্যাম্পের পরিচালক সাইফুল ইসলামের নিকট এসব সামগ্রী হস্তান্তর করেন। প্রতিবছরই বাংকের পক্ষ থেকে হজযাত্রীদের জন্য এ ধরণের সেবা প্রদান করা হয়।
এসময় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভূঁইয়াসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।