খােলাবাজার ২৪,শনিবার, ২৯ জুন,২০১৯ঃ নারীদের জন্য পৃথক ব্যাংক চাইলেন বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। শনিবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।
রওশন বলেন, নারী উদ্যোক্তার কথা অনেক শুনি। আসলে কিন্তু কোনো কাজ হয় না। বলা হয়েছিল একটি ব্যাংক দিয়ে দিতে। মহিলাদের জন্য একটি ব্যাংক দিয়ে দিতে। মহিলারা এখান থেকে ঋণ নিতে পারে। নিজেরা নিজেরা সেই টাকা দিয়ে উদ্যোগ নিয়ে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারেন নিজের জন্য।
তিনি বলেন, আমাদের দেশে এটা করা হলে অনেক ভালো হয়। মেয়েদের জন্য একটা ব্যাংক করে দেন এবং সেটার ব্রাঞ্চ যদি জায়গায় জায়গায় করে দেন তাহলে নারী উদ্যোক্তা কিন্তু অনেক বেশি সৃষ্টি হবে। সুযোগ-সুবিধা পাবে এবং তারা সে টাকা নিয়ে বিনিয়োগ করে নিজে স্বাবলম্বী হবেন অন্যদের স্ববলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করে দিবেন।
অর্থবছর পরিবর্তন করার পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রত্যেক দেশেই সেই দেশের সুবিধা অনুযায়ী অর্থবছর হয়ে থাকে। ভরা বৃষ্টির মৌসুমে আমাদের অর্থবছর শুরু হয়। সেই কথাটা আমাদের চিন্তা করা দরকার। যদি অর্থবছর পরিবর্তন করা যায় তাহলে আরও বেশি উন্নয়ন হবে বলে মনে করি।
রওশন বলেন, কালো টাকা সাদা করার নিয়ম প্রত্যেক দেশেই আছে। আমাদের যে বড় বড় ব্যবসায়ীরা আছেন তাদেরকে এ সুযোগটা দিলে তারা এখানেই বিনিয়োগ করবেন। নইলে তারা টাকাগুলো বাইরে নিয়ে যাবেন। কালো টাকা যদি এখানে বিনিয়োগ করে তাহলে সে সুযোগ করে দিবেন। কারণ এখানে ইন্ডাস্ট্রিগুলো করলে কর্মসংস্থান সৃষ্টি হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম মুহম্মদ এরশাদের জন্য দোয়া চেয়ে রওশন বলেন, উনি এখন অনেক বেশি অসুস্থ। আস্তে আস্তে কিছুটা উন্নতি হয়েছে। এখন কিছুটা ভালোর দিকে। কিন্তু দুর্বল রয়ে গেছেন। সে জন্য আমরা মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত। আপনারা সবাই ওনার জন্য একটু দোয়া করবেন।