Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার, ২৯ জুন,২০১৯ঃ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ নতুন জোট গঠন করেছেন। কোন জোট গঠন করলেন। এখন তিনি কোন জোটে রয়েছেন। এটা রাজনীতির ক্ষেত্রে পরিষ্কার থাকা দরকার।

শুক্রবার বিকেলে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে দলের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিশ দলীয় জোটের মধ্যে অনৈক্য প্রকাশ করায় এলডিপির সভাপতি অলি আহমদকে অভিনন্দন।

তিনি আরও বলেন, তবে এখন তিনি কোথায় আছেন তা প্রশ্ন থেকে যায়। তিনি কি নিজে ঘোষিত জোটের নেতা হিসেবে আছেন? না কি বিশ দলীয় জোটের নেতা হিসেবে আছেন না কি ঐক্যফ্রন্টের নেতা হিসেবে আছেন? রাজনীতির মাঠে এটা একটা বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। আশা করি, তিনি নিজের পরিচয় জনগণের সামনে তুলে ধরবেন।

এ সময় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও উত্তর জেলার সাধারণ সম্পাদক এম এ সালাম। এছাড়া স্থানীয় অনেক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।