Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,রবিবার, ৩০জুন,২০১৯ঃ চলমান সংকটের ‍মুখে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘মধ্যপ্রাচ্যে শতাব্দির সেরা পরিকল্পনা’ নয়, প্রয়োজন আন্তর্জাতিক আইন বলে জানিয়েছে জাতিসংঘ।

রোববার বাহরাইনে এক কর্মাশালা শেষে জাতিসংঘের বিশেষ দূত মিশেল লিং বলেন, ইসরাইলি দখল দারিত্বের অবসান ঘটিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন গড়তে আন্তর্জাতিক আইনের বিকল্প নেই। এজন্য এগিয়ে আসতে হবে সবাইকে।

মিশেলি লিংক বলেন, ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র যে পরিকল্পনার কথা শোনাচ্ছে, তাতে কোন সমাধানই হবেনা। বরং তা আরও অশান্তির দিকে ঠেলে দিবে।

প্রায় পাঁচ দশক ধরে চলা ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলের দ্বন্দ্ব সংঘাতের কোন সমাধনই যুক্তরাষ্ট্র করতে পারেনি।

এজন্য ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য  একটি আন্তর্জাতিক আইন তৈরির এখনই মোক্ষম সময় বলে মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, শান্তি প্রক্রিয়ায় ৬টি বিষয়ের ওপর বেশি জোর দিতে হবে। এগুলো হলো- মানবাধিকার, স্বনির্ভরতা, বসতি, ফিলিস্তিনি শরণার্থী ও নিরাপত্তা।

১৯৬৭ সালের সীমানা ঠিক রেখে এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যের এ অঞ্চলে শান্তি আসবে না বলেও মনে জানান জাতিসংঘের এ কর্মকর্তা।