Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,রবিবার, ৩০জুন,২০১৯ঃ বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করেছে। রোববার ৩০ জুন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় জাককানইবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিহার সরকার অংকুর এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, সহকারী প্রক্টর শাহ্জাদা আহসান হাবিব, সহকারী প্রক্টর নজরুল ইসলাম, নৃ-বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আসিফ ইকবাল, শিক্ষার্থীদের পক্ষে সাখাওয়াত হোসেন সাকী, আশিক আরেফিন আকাশ, মেহেদি হাসান রনি প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে সংহতি জানান কলা অনুষদের ডীন প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, ব্যবসায় অনুষদ এর ডীন প্রফেসর ড. সুব্রত কুমার দে, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. নজরুল ইসলামসহ অনেকেই।

বক্তারা অনতিবিলম্বে হত্যাকারীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি সকলকে এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।