Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, মঙ্গলবার , ০২জুলাই ২০১৯:  বিশ্বকাপে সেমিফাইনালে উঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। এই ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার। এই ম্যাচে হারলেই সেমিতে উঠার লড়াই থেকে ছিটকে পড়বে বাংলাদেশ।

বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০মিনিটে ম্যাচটি শুরু হবে।

বিশ্বকাপে ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে কঠিন এক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল। সেমিফাইনাল খেলতে হলে আজ শতভাগ দিয়ে খেলে জয় ছিনিয়ে আনতে হবে টাইগারদের।

অন্যদিকে সবশেষ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্টে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে ভারত। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে একটি জয় প্রয়োজন টিম ইন্ডিয়ার। তাই এই ম্যাচ জিতে সেই কাজটি সেরে নিতে চায় কোহলির দল।

এদিকে পরিসংখ্যান কথা বলছে ভারতের পক্ষে। দুই দলের মোট ৩৫ বারের দেখায় ভারত জয় পেয়েছে ২৯টিতে। অন্যদিকে বাংলাদেশের জয় ৫টিতে। একটি ম্যাচ হয় পরিত্যক্ত। তবে সব পরিসংখ্যান ভুলে মাঠের পারফর্ম্যান্সের দিকে চোখ থাকবে সবার।