
বেলা ১১ টার পর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক মামুনুর রশিদের আদালতে তাদের হাজির করা হয়। নুসরাতের সহপাঠি নাসরিন সুলতানাকে বিবাদী পক্ষের আইনজীবী জেরা করেন। তার জেরা শেষে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার ব্যক্তিগত ও অফিস সহকারী নুরুল আমিন আদালতে স্বাক্ষ্য দিবেন।
এর আগে রোববার নিশাত সুলতানা ও নাসরিন সুলতানা আদালতে স্বাক্ষ্য দেন। এছাড়া বৃহস্পতিবার মামলার বাদী ও নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান আদালতে স্বাক্ষ্য দেন।
নির্ধারিত ১৮০ দিনের মধ্যেই এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শেষ হবে বলে আশা করছেন বাদীর আইনজীবীরা।