Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,মঙ্গলবার , ০২জুলাই,২০১৯ঃ  ইংল্যান্ড বিশ্বকাপের গুরুত্বপুর্ণ ম্যাচে বাংলাদেশেরে বিপক্ষে টসে জিতে ব্যাট করছে ভারত। বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হয়েছে হাইভোল্টেজ এই ম্যাচটি।

বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে ভারতের বিপক্ষে দুই পয়েন্ট আদায় করতে হবে বাংলাদেশকে। ৭ ম্যাচে ৩ জয়, ৩ হার ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে আছে টাইগাররা।

এদিকে ভারতের বিপক্ষে চোটের কারণে খেলতে পারছেন না অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তার পরিবর্তে  জায়গা পেয়েছেন সাব্বির রহমান। এছাড়া স্পিনার মেহেদী হাসান মিরাজকে বাদ দিয়ে নেওয়া হয়েছে পেসার রুবেল হোসেনকে।

কোহলিদের একাদশেও পরিবর্তন এসেছে। কেদার যাদব এবং কুলদীপ যাদবের পরিবর্তে নেওয়া হয়েছে দিনেশ কার্তিক এবং ভুবনেশ্বর কুমারকে।

এজবাস্টনে রোববার (৩০ জুন) স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে ভারত। আজ একই মাঠে তারা মুখোমুখি বাংলাদেশের। ৭ ম্যাচে ৫ জয়, ১ হার এবং ১ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে বিরাট কোহলির দল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল্, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দীন, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা,  লোকেশ রাহুল, বিরাট কোহলি, রিশাভ পান্ত, এমএস ধোনি, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, ইউজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।