খােলাবাজার ২৪, মঙ্গলবার , ০২জুলাই,২০১৯ঃ সাউথইস্ট ব্যাংক লিমিটেড গত ২ জুলাই, ২০১৯ (মঙ্গলবার), স্টার মার্কেট, হোল্ডিং নং- ৯৪১-৯৪৩, শহীদ শহিদুল্লাহ কায়সার রোডে (এস এস কে রোড), ফেনী আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।
ফেনী-২ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব নিজাম উদ্দিন হাজারী প্রধান অতিথি এবং সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে সাউথইষ্ট ব্যাংকের ফেনী আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবদুর রহমান, বি.কম, সম্মানিত গ্রাহকবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, পেশাজীবীবৃন্দ, শিক্ষাবিদ, ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির গতিশীলতা নিশ্চিত করণে সাউথইষ্ট ব্যাংকের অন্যতম উদ্যোগ ফেনী আঞ্চলিক কার্যালয়।
এ কার্যালয় ফেনী, নোয়াখালী ও চৌদ্দগ্রামে অবস্থিত ১৪টি শাখার বিভিন্ন ধরণের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে যাতে করে প্রধান কার্যালয়ের উপর নির্ভরতা কমে আসবে এবং দ্রুততম সময়ে গ্রাহক সেবা নিশ্চিত করা সম্ভব হবে।