Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪, মঙ্গলবার, ০২জুলাই,২০১৯ঃ তিস্তার পানি না দেয়ায় পশ্চিমবঙ্গ রাজ্যে ইলিশ মাছ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। সে বিষয়ে মঙ্গলবার বিধানসভায় দুঃখপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আগামী দিনে এ রাজ্যেই প্রচুর ইলিশ উৎপাদন হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

পদ্মার ইলিশ এপার বাংলার পাতে অমিল হওয়ায় বিধানসভায় আক্ষেপের সুর শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। মঙ্গলবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক রহিমা বিবির এক প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘বাঙালি মাছে-ভাতে থাকতে ভালবাসে। কিন্তু বাংলাদেশকে আমরা তিস্তার পানি দিতে পারিনি। তাই ওরা আমাদের ইলিশ মাছ দেওয়া বন্ধ করে দিয়েছে। ওরা আমাদের বন্ধু দেশ। কিন্তু পানি নেই তো কোথা থেকে দেব?’ তিনি আরও বলেন, ‘আমরা ইলিশ মাছ নিয়ে রিসার্চ সেন্টার করেছি। আমাদের বাংলায় এখন ইলিশ মাছের অভাব নেই। আগামী দিনে রিসার্চ শেষ হলে গোটা দেশে আমরা ইলিশ সরবরাহ করতে পারব। দু-এক বছরের মধ্যে আর বাইরে থেকে আনতে হবে না মাছ।’ সূত্র: টিওআই।