Tue. Oct 14th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, বুধবার , ০৩জুলাই,২০১৯ঃ পাকিস্তানে লাহোরের ল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে এক অজ্ঞাত বন্দুকধারী। এতে অন্তত ২ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ বুধবার এ তথ্য জানায়। খবর পাকিস্তান টুডে’র।

পুলিশ জানায়, অভিযুক্ত ওই হামলাকারী ট্যাক্সিতে করে বিমানবন্দরে আসে। এরপর বিমানবন্দরের লাউঞ্জে প্রবেশ করে অতর্কিতে গুলি চালায়। এতে করে লাউঞ্জে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জিও নিউজের খবরে বলা হয়েছে, বন্দুকধারীর গুলিতে ওমরাহ্ পালন করে আসা ২ বিমান যাত্রী নিহত হয়েছে। এছাড়া এতে আরো ১ জন আহত হয়।

ইতিমধ্যে ওই হামলাকারীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তবে হামলাকারীর পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।