
খােলাবাজার ২৪, বুধবার , ০৩জুলাই,২০১৯ঃ খুলনা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে স্থান পাওয়ায় বুধবার ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। একই সাথে দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবনীতে প্রথম, গবেষণায় দ্বিতীয় ও সামাজিক প্রভাব ক্যাটাগরিতে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক-উজ্জামানের নেতৃত্বে শোভাযাত্রাটি প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে হাদী চত্বর ও কটকা স্মৃতিস্তম্ভ হয়ে পুনরায় প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। এতে কোষাধ্যক্ষ প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিভিন্ন বিভাগের ডিন, রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান ও শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক-উজ্জামান দেশে উচ্চশিক্ষা ও গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয় অবদান রাখায় সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গত ৭/৮ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণার গুণগতমান বৃদ্ধির অব্যাহত প্রচেষ্টার সাফল্যের স্মারক এটি। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সকল ক্ষেত্রে আন্তর্জাতিক র্যাঙ্কিং তালিকাভুক্ত থাকতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।