খােলাবাজার ২৪, বুধবার , ০৩জুলাই,২০১৯ঃ

আগামী সাত জুলাই থেকে কুড়িল বিশ্বরোড হয়ে রামপুরা-বাড্ডা-সায়েদাবাদ, গাবতলী-আসাদগেট-মিরপুর রোড হয়ে আজিমপুর ও সিটি কলেজ থেকে শাহবাগ পর্যন্ত সড়কে রিকশা, ব্যাটারি চালিত রিকশা ও লেগুনা চলাচল করতে দেয়া হবে না-বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন। আজ বুধবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে ঢাকা ট্রাফিক সমন্বয় কমিটির সভা শেষে তিনি এসব কথা জানান। এসব এলাকার ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হবে বলেও জানান তিনি।