খােলাবাজার ২৪, বুধবার , ০৩জুলাই,২০১৯ঃ তীব্র গরমে জার্মানির অঙ্গরাজ্য মেকলেনবুর্গ ফরপর্মান ও ব্রান্ডেনবুগের্র ৫টি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে কোন হতাহতের ঘটনা না ঘটলেও বিষাক্ত ধোয়ায় দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া প্রায় ৪৩০ হেক্টর বন ও সমতলে আগুন ছড়িয়ে পড়েছে।
ইতিমধ্যে আক্রান্ত এলাকার ৬৫০ জনেরও অধিক অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী ও আগুন নির্বাপক ও দমকলবাহিনী। জারি করা হয়েছে ৫ নম্বর মহাবিপদ সংকেত। এদিকে দাবানলের প্রধান স্থান লুবথিন ঐতিহ্যগতভাবেই জার্মান সেনাবাহিনীর প্রশিক্ষণস্থল হওয়ায় সেখানকার অনেক জায়গায় অব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ আছে যার ফলে বাতাসের তীব্রতায় আগুন নিয়ন্ত্রণে আনতে বিপাকে পড়তে হচ্ছে দমকলকর্মীদের।
আক্রান্ত এই এলাকার ১ কি.মি. এর মধ্যে প্রবেশ বিপদজনক। আগুনের ধোঁয়া ও কুণ্ডলী ছড়িয়ে পড়ছে আশে পাশের অঙ্গরাজ্যে রাজধানী বার্লিন ও জাকসেন ও জাকসেন আনহাল্টে। প্রশাসন থেকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে সবাইকে।রবিবার বিকেল থেকে সৃষ্ট দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টার কোন কমতি নেই বলে জানান আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টারত একজন দমকলকর্মী। তিনি আরো বলেন, হেলিকপ্টার, পানসারসহ নানা প্রযুক্তিতে আগুন নেভানোর চেষ্টা চলছে। আগুন যাতে লোকালয়ে না যেতে পারে সে বিষয়েও আমরা সতর্ক।
তবে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের চাইতে মানুষের জীবন বাঁচানোটা গুরুত্বপর্ণূ এমনটাই বলেছেন স্থানীয় সমাজতান্ত্রিক গণতান্ত্রিক ইউনিয়নের লান্ডটাগরাট এসপিডি এর স্টেফান স্টের্নবাগ। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে দমকলবাহিনীর সর্বাত্বক চেষ্টা অব্যাহত থাকবে। এই পরিস্থিতিতে দলমত নির্বিশেষে স্থানীয়দের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
অন্যদিকে জার্মান আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ধারনা এটি প্রাকৃতিকসৃষ্ট দাবানল নয় বরং নাশকতামূলক কর্মকাণ্ড। তবে ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে জার্মান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।