
খােলাবাজার ২৪, বুধবার , ০৩জুলাই,২০১৯ঃ লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুটা ভালোই করেছে স্বাগতিকরা। ২৭ ওভারের খেলা শেষে তাদের সংগ্রহ ১৭৩/১ রান। জো রুট ২০ ও জনি বেয়ারস্টো ৮৩ রানে ব্যাট করছিলেন।
আজ বুধবার ইংল্যান্ডের চেস্টার লি স্ট্রিট কাউন্টি গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান। সেমিফাইনালের হিসাবনিকাশ মেটাতে এই ম্যাচ ইংল্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে দুই উদ্বোধনী ব্যাটসম্যান। ১২৩ রানের জুটি গড়ে দলকে এসে দেন দারুণ সূচনা। ব্যক্তিগত ৬০ রান করে জেসন রয় সাজঘরে ফিরলে বেয়ারস্টোর সঙ্গে জুটি গড়েন জো রুট।
ইংল্যান্ড হারলে ভালো সুযোগ তৈরি হবে পাকিস্তানের জন্য। সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে তাদের। অন্যদিকে নিউজিল্যান্ড হারলে এবং পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে জিতলেও রান রেটেও বাদ পড়ার আশঙ্কায় থাকবে পাকিস্তান।