Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪, বৃহস্পতিবার , ০৪জুলাই,২০১৯ঃ জাপানের দক্ষিণে কাগোশিমা অঞ্চলে অতিবৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। এ কারণে অঞ্চলটিতে জারি করা হয়েছে সতর্কতা। একইসঙ্গে স্থানীয় প্রায় ১০ লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে।দুবাইভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার জাপানের দক্ষিণাঞ্চলে অতিবৃষ্টিতে বন্যা ও ভূমিধসের আশঙ্কা দেখা দেয়ায় উচ্চ সতর্কতা জারি করা হয়। এছাড়া সেখান থেকে ১০ লাখেরও বেশি মানুষকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।তবে সরে যাওয়ার নির্দেশনার পরও মানুষ নিরাপদ স্থানে যাচ্ছে না বলে জানিয়েছে অঞ্চলটিতে নিয়োজিত উদ্ধারকর্মীরা। অতিরিক্ত বৃষ্টিতে এখন পর্যন্ত সেখানে একজন নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিধসে একটি বাড়ি দেবে যাওয়ায় তিনি মারা যান। এছাড়া আরও অনেকেই আহত হয়েছেন।বেশকিছু টিভি ফুটেজে দেখা গেছে, বন্যার পানি ভাসিয়ে নিয়ে যাচ্ছে অনেক গাড়ি। এছাড়া কাগোশিমার সব নদীর পাড় ডুবে পানি ওপরে উঠে এসেছে। সব মিলিয়ে অঞ্চলটি জুড়ে ছোট ছোট ভূমিধস হচ্ছে।এর আগে গত বছরও এমন বৃষ্টিতে জাপানের পশ্চিমাঞ্চলে এমন বৃষ্টি হয়। তখন বন্যা ও ভূমিধসে দুইশোরও বেশি মানুষ মারা যায়।