Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
'হাইকমিশনার থেকে ব্রিটিশ পার্লামেন্ট, সবখানেই বাংলাদেশ টক অব দ্য টাউন'
 খােলাবাজার ২৪, বৃহস্পতিবার , ০৪জুলাই,২০১৯ঃ বিশ্বকাপে ভারতের কাছে হেরে ভেসে গেছে টাইগারদের সেমিফাইনারে যাওয়ার স্বপ্ন। তবে খেলা দিয়ে মন জয় করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তার দেশের পাশাপাশি বাইরেও প্রশংসিত হচ্ছে মাশরাফিবাহিনী।

এক মতবিনিময় সভায় যুক্তরাজ্যের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দা মুনা তাসনিম বলেছেন, কমনওয়েলথের একজন সদস্যের বোর্ড অব গভর্নর মেম্বার হিসেবে আমি যে জায়গাতেই গেছি, সব জায়গায় আমাদের টাইগারদের প্রশংসা শুনেছি। এটা খুবই আনন্দপূর্ণ ছিল। হাইকমিশনার থেকে ব্রিটিশ পার্লামেন্ট আমি যেখানে গেছি, সবখানেই বাংলাদেশ টক অব দ্য টাউন। তারা টাইগারদের ভয় পায়।

বাংলাদেশ হাই কমিশনের সাংবাদিকদের মত বিনিময় সভায় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ টিম অত্যন্ত ভাল খেলেছে। সেমিফাইনালে খেলতে পারা, না পারা অন্য ব্যাপার। তবে তারা অনেক ম্যাচে জিতেছে এবং যেগুলোতে হেরেছে সেগুলোও অনেক কঠিন লড়াই করেছে। আমরা একসময় সমিফাইনাল নয়, ফাইনালও খেলবো।