Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, বৃহস্পতিবার , ০৪জুলাই,২০১৯ঃ দিনে দিনে মানুষ ফেসবুক নির্ভর হয়ে পড়ছে। সম্পর্কের মাঝখানেও পড়ছে তার প্রভাব। সম্পর্কের মাঝে বেশি ভালোবাসা কিংবা সন্দেহে তাই সঙ্গীর কাছে ফেসবুকের পাসওয়ার্ড চাওয়াটাও একটা বিষয় হয়ে উঠেছে। কিন্তু ব্যক্তিগত ফেসবুকে তো কতকিছুই থাকে লুকিয়ে যাবার।

অনেকে ভালোবাসার দাবিতে সঙ্গীর কাছে পাসওয়ার্ড চান। এটি কি যৌক্তিক। তবে এই পাসওয়ার্ডের কারণে অনেক সময় দাম্পত্য সম্পর্কে কলহ দেখা দেয়।

তবে মনোবিদদের স্পষ্ট কথা, সঙ্গীর সঙ্গে আদানপ্রদান হতে পারে ভাবনা, গান ও বইসহ আরও অনেক কিছু। কিন্তু ফেসবুক পাসওয়ার্ডটি নয়।

মনোবিদ সাম্রাজ্ঞী সরকার বলছেন, দুর্ভাগ্য অনেক স্বামী তাদের স্ত্রীকে অধীনস্ত মনে করেন। তাদের ধারণা তাদের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া থাকতে নেই।

তারা সম্পর্কে আস্থা রাখার পরামর্শ দিয়েছেন, পাসওয়ার্ডে নয়। মনে রাখবেন সঙ্গী আপনাকে যতটুকু প্রবেশাধিকার দিচ্ছে ততটুকুও কেবল আপনারই। এই বোধটি অর্জন করতে হবে।