
খােলাবাজার ২৪, বৃহস্পতিবার , ০৪জুলাই,২০১৯ঃ ইউরোপে পাথুরে যুগের মানুষের ইতিহাস উন্মোচন করলো মানব হাড়। ১৯৯৩ সালে বেলজিয়ামে এবং ১৯৩৭ সালে জার্মানিতে যে হাড় পাওয়া যায় তা থেকে অনেক অজানা ইতিহাস সকলের চোখের সামনে আনলো গবেষকরা।
গবেষকরা উদ্ধারকৃত হাড়ের মাধ্যমে জানতে পারেন, আজ থেকে ১ লাখ ২০ হাজার বছর আগে মানে প্রাগৈতিহাসিক যুগে ইউরোপের বিভিন্ন জায়গায় মানব বসতি ছিল। যারা পাথরে আগুন জ্বালিয়ে রান্না থেকে শুরু করে অনান্য কাজ করত।
গবেষণার মাধ্যমে আরো জানা যায়, প্রায় ১ লাখ বছর আগে পশ্চিম ইউরোপে দুজন মানব মানবী খুব কাছাকাছি বসবাস করত এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধন ছিল।