Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার,০৬জুলাই,২০১৯ঃ   কয়েক মাস আগে নন্দিত পরিচালক কাজী হায়াতের ৫০তম চলচ্চিত্র ‘বীর’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা ছিল শবনম বুবলীর। কিন্তু গতকাল ছবির প্রযোজক মোহাম্মাদ ইকবাল জানিয়েছেন, ‘বীর’ ছবিতে বুবলী অভিনয় করছেন না। ফলে তার জায়গায় অন্য নায়িকাকে নেওয়া হবে।

এ প্রসঙ্গে বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অনেকদিন ধরেই ছবিটি নিয়ে আমার সঙ্গে কথা হলেও শেষ পর্যন্ত বিশেষ কারণে এতে অভিনয় করা হচ্ছে না আমার। আর একটি ছবিতে কারা কারা অভিনয় করবেন, সেটা পুরোপুরি নির্ভর করে পরিচালক ও প্রযোজকের ওপর।’

জানা গেছে, আগামী ১৫ জুলাই থেকে এফডিসিতে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। চলচ্চিত্রটির প্রথম অংশের চিত্রায়ণ নায়িকা ছাড়াই হবে বলে জানিয়েছেন পরিচালক কাজী হায়াত।