Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার,০৬জুলাই,২০১৯ঃ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে মানববন্ধনের ডাক দিয়েছে অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।শনিবার (৬ জুলাই) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

আন্দোলনের নেতা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এর আগেও আমরা সাত কলেজ নিয়ে আন্দোলন করেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের আশায় ছিলাম। তারা আমাদের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সে আশ্বাস বাস্তবায়িত হয়নি এবং বাস্তবায়িত হওয়ার কোন রূপ রেখাও আমরা এখন পর্যন্ত দেখছি না।

মানববন্ধন সমন্বয়কারী সূত্র থেকে জানা যায়, ২০১৭ সাল হতে সেশনজট, ফলাফল প্রকাশে বিলম্ব, সিলেবাসের বাহিরে প্রশ্ন, প্রশ্ন পত্রে সময় কমানো, গণহারে ফেল, ফলাফলে ভুল, ফলাফল সংশোধনের নামে হয়রানি, ফলাফল পুনঃনিরিক্ষনের পরে শতভাগ অপরিবর্তনীয় রাখাসহ বেশ কিছু অভিযোগের কথা জানানো হয়েছে।

এছাড়া সর্বশেষ আন্দোলনের সময় উপাচার্য প্রণীত অকার্যকর একাডেমিক ক্যালেন্ডার ও ঢাবি কর্তৃক সাত কলেজকে প্রকাশ্যে অবহেলা এবং অবমাননার বিষয়গুলোও তুলে ধরেছে শিক্ষার্থীরা।