ফ্রান্সে সোফি টার্নার ও জো জোনাসের বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তাসকানিতে দুজনে একান্তে সময় কাটাচ্ছেন এবং একের পর এক নিজের লোভনীয় ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা স্বীকার করেছেন যে, “এটাই অবসর বিনোদনের সবচেয়ে ভাল উপায়”।
“হাবি (স্বামী) ছবিগুলো তুলে দিয়েছে, LOL” ইনস্টাগ্রামে নিজের সুইমিং পুলে তোলা বিভিন্ন ছবি দিয়ে মন্তব্য তার।তাসকানিতে সূর্য স্নান করতে করতে সাদা সুইমিং স্যুট পরা নিজের লোভনীয় ছবিতে ইনস্টাগ্রাম ভরিয়ে দিয়েছেন তিনি। সুইমিং পুলের ধারে আধশোয়া হয়ে তার সবচেয়ে পছন্দের পানীয়তেও চুমুক দিয়েছেন পিগি চপস।