খােলাবাজার ২৪,মঙ্গলবার,০৯জুলাই,২০১৯ঃমোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধিঃ দীর্ঘ তিন বছর পর নরসিংদীর বিআরটিসি বাসডিপাে থেকে নরসিংদী-গুলিস্তান রুটে নতুন এসি বাসের উদ্বােধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে এই বাস চলাচলের উদ্বােধন করেন। নরসিংদী বিআরটিসি বাস ডিপাের ম্যানজার আজিজুল হক এর সভাপতিত্বে উদ্বােধনী অনুষ্ঠানে আরাে উপস্থিত ছিলেন, নরসিংদী পুলিশ সুপার মিরাজউদ্দিন আহমেদ বিপিএম,পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভুইয়া, সদর উপজলা নির্বাহী কর্মকর্তা এএইচ এম জামেরী হাসান, মাধবদী পৌর মেয়র মােশারফ হােসন প্রধান মানিক।
নরসিংদীর বিআরটিসি কর্তপক্ষ জানিয়েছে আজ থেকে নরসিংদী বাস ডিপাে থেকে ৪টি বিলাস বহুল এসি বাস নরসিংদী-গুলিস্থান রুটে চলাচল শুরু করবে।পর্যায়ক্রমে মােট ২০টি বিলাস বহুল এসি বাস এই রুটে যাত্রি সেবা দিব।