খােলাবাজার ২৪,বুধবার,১০জুলাই,২০১৯ঃ কক্সবাজারে সী-গার্ল পয়েন্ট’এ সাগরে ভেসে আসা একটিফিশিং ট্রলার থেকে অজ্ঞাত ৬জন জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
এসময় দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিত দুই জন হল- ভোলাউত্তর চর প্যাশন এলাকার বাসিন্দা জুয়েল(২২) এবং মনির (৫০)।
বুধবার (১০জুলাই) সকাল ৮টার দিকে সমুদ্র সৈকতের কক্সবাজার সী-গার্ল পয়েন্ট থেকে এসব মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এদের প্রত্যেকের শরীরে কোনো ধরণের বস্ত্র নেই এবং অঙ্গ-প্রত্যঙ্গ পঁচে দুর্গদ্ধ বের হয়েছে।
মৃতদেহ গুলোময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো:জিল্লুর রহমান সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘বুধবার ভোররাতে স্থানীয়দের মাধ্যমে খবর একটি মাছধরার ট্রলার ডুবন্ত অবস্থায় সাগরে কুলে আটকা পড়েছে।
এ খবরে ট্যুরিস্ট পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ট্রলারটি বাইরে ৪জন ও ভেতরে ৪জন লোক অবস্থায় রয়েছে।
এসময় তাৎক্ষনিক কক্সবাজার সদর থানার পুলিশের সহায়তায় ট্যুরিস্ট পুলিশ উদ্ধার অভিযানে অংশ নেয়।
এসময় ৬জনকে মৃত অবস্থায় উদ্ধার ও ২জনকে জীবিত উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার পুলিশের ওসি তদন্ত খাইরুজ্জামান জানিয়েছেন, ট্যুরিস্ট পুলিশের মাধ্যমে খবর পেয়ে ৬জনের মৃতদেহ এবং ২ জনকে জীবিত উদ্ধারকরেছি। লাশগুলো এখন জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
ডুবন্ত ট্রলারটিতে একটি মাছ ধরার জাল পাওয়া গেছে। আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করছি।