খােলাবাজার ২৪,বুধবার,১০জুলাই,২০১৯ঃ ভারতে বিয়ের আগে স্বামী-স্ত্রী উভয়কেই করতে হবে এইচআইভি টেস্ট। আর এই টেস্ট বাধ্যতামুলক করার কথা বলেছেন গোয়ার স্বাস্থ্য ও আইনমন্ত্রী বিশ্বজিৎ রানে। খুব শীঘ্রই সরকারি ভাবে এই আইন লাগু করার কথা জানান তিনি। গোয়া সরকারের তরফে বলা হয়েছে, বেশিরভাগ মানুষই বিয়ের আগে এই টেস্টগুলি করেননা ফলে বিয়ের পর সমস্যায় পড়তে হয় তাঁদের। বিয়ের আগে টেস্ট করানোর সিদ্ধান্ত সরকারের তরফে নেওয়া হলে এই সমস্যা অনেকাংশেই কম হতে পারে বলে আশা করা হচ্ছে গোয়া সরকারের তরফে।
বর্তমানে সামাজিক সচেতনতা অনেক বেশি। কিন্তু অনেকেই এড়িয়ে যাচ্ছেন সেই সচেতনতা। তবে সরকারের তরফে নিয়ম করে দিলে সাধারণ মানুষ তা আর এড়িয়ে যেতে পারবেননা বলেই মনে করা হচ্ছে গোয়া সরকারের তরফে। তাই সরকারি নির্দেশ অনুসারে একপ্রকার বাধ্য হয়েই এইচআইভি টেস্ট করাতে হবে হবু স্বামী-স্ত্রীকে। প্রস্তাবটি সরকারি দপ্তরে পাঠানো হলেও এখনও তা আইনে পরিনত হয়নি। তবে খুব শীগ্রই তাতে শিলমোহল পড়বে বলে জানাচ্ছে গোয়া সরকার।
এইচআইভি’র পাশাপাশি বিয়ের আগে থ্যালাসেমিয়ার পরীক্ষাও বাধ্যতামূলক করার কথা ভাবছে গোয়া সরকার। তবে এই প্রস্তাব আইনে পরিণত হলে বিয়ের পর ভুগতে হবেনা কোন দম্পতিকে বলেই আশা প্রকাশ করছে গোয়া সরকার।