খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,১১জুলাই,২০১৯ঃ বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধিঃ বানারীপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস-১৯ উদযাপন হয়েছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় “জনসংখ্যা উন্নয়নে আর্ন্তজাতিক সম্মেলনের ২৫ বছর: প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন” কে সামনে রেখে বানারীপাড়ায় বনার্ঢ্য র্যালী ও আলোচনা সভা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সহায়তায় ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ইউএফপিও মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদ। বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, মহিলা বিষয়ক কর্মকর্তা দিপিকা রানী সেন, মেডিকেল অফিসার (মাও শিশু) নাঈমা ইসলাম, ইত্তেফাক প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত, সহকারী প: প: কর্মকর্তা মো মজিবর রহমান প্রমূখ। আলোচনা শেষে মাঠ পর্যয়ে শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়