Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
ঝালকাঠির ভাসমান পেয়ারা হাট দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,১১জুলাই,২০১৯ঃ ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রামের ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার। বৃহস্পতিবার সকাল ৯টায় ঝালকাঠি জেলা পুলিশের নিশ্ছিদ্র প্রহরায় তিনি এ ভাসমান পেয়ারা হাটে এসে পৌঁছান। রাষ্ট্রদূত রবার্ট মিলার নৌকায় চড়ে ভীমরুলি গ্রামের খালে সংক্ষিপ্ত নৌ-ভ্রমণও করেন।

পরে তিনি পেয়ারার ডিঙি নৌকায় চড়ে স্থানীয় সাধারণ পেয়ারা ও সবজি চাষীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের সঙ্গে কথা বলেন।

সেখানে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন মার্কিন রাষ্ট্রদূতকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। রাষ্ট্রদূত আল রবার্ট মিলার সাংবাদিকদের সঙ্গেও সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন। এ সময় তিনি ভাসমান হাটের উচ্ছ্বসিত প্রশংসা করেন। রাষ্ট্রদূত বলেন, ‘প্রকৃতি ও সাধারণ মানুষের আতিথেয়তায় আমি মুগ্ধ।’

প্রায় এক ঘণ্টা পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বরিশালের উদ্দেশে রওয়ানা হন।