খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,১১জুলাই,২০১৯ঃ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে জয়ী বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ।বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।
এ নিয়ে বিএনপির সাতজন নির্বাচিত সংসদ সদস্য একাদশ জাতীয় সংসদে যোগ দেবেন।
জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ শপথ বাক্য পরিচালনা করেন সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খান।
এসময় বিএনপির এমপিদের মধ্যে হারুনুর রশিদ, জাহিদুর রহমান, মোশাররফ হোসন ও সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি শপথ না নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে ওই আসনে উপনির্বাচনে গোলাম মোহাম্মদ সিরাজ জয়লাভ করেন।