খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,১১জুলাই,২০১৯ঃ যে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশের মূল বিশ্বকাপ অভিযান শেষ হয়েছিলো তাদের বিপক্ষে জয়ে শুরু হয়েছে সংসদ সদস্যদের বিশ্বকাপ।
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে ১৩ রানে। জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমানের নেতৃত্বে খেলছে বাংলাদেশ। যদিও নিজে মাত্র চার রানে আউট হন প্রথম ম্যাচে। প্রতিটি ম্যাচ হচ্ছে ১৫ ওভারের।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) দুই ম্যাচ বাংলাদেশের। ব্ল্যাকহিথ ক্রিকেট ক্লাবে দুপুর তিনটায় অল স্টারস আর সন্ধ্যা সাড়ে সাতটায় নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দুই গ্রুপে ভাগ হয়ে আট দল খেলছে এই টুর্নামেন্টে। ১২ জুলাই সেমিফাইনাল ও ফাইনাল।