Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,শনিবার,১৩জুলাই,২০১৯ঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর সাউথপুর গ্রাম নিবাসী বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত ছোমেদ হাং পুত্র অটোরিক্সা চালক ফরিদ হাং ওরফে ফটিক(৫৫)ও ৫৫ হাজার টাকা মূল্যের দুগ্ধগাভী মারা গেছেনএবং নিহত ফরিদের পুত্র আব্দুর রহমান( ২০) আহত হয়েছে। আজ১৩জুলাই শনিবার বেলা আনুমানিক ২টায় মঠবাড়ি ইউনিয়ন দঃ সাউথপুর গ্রামের নিহত ফরিদের বাড়িতে এ দূর্ঘটনাটি ঘটে।

রাজাপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহজাদা বলেন – আজ বেলা ২ টায় অটোরিক্সার ব্যাটারী চার্জ দেয়ার সময় ছিড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে হঠাৎ বিদ্যুৎতায়িত হয়ে ফরিদ ও গাভিটি মারা যায় ও রহমান গুরুতর আহত হয়।আহত অবস্হায় তাকে রাজাপুর স্বাস্হ্য কমপ্লেক্স আনা হলে কর্তব্য রত চিকিৎসক তাকে দ্রুত বরিশালে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।এ ব্যাপারে আজ রাজাপুর থানায় অপমৃত্যু মামলা নং ১৩ রেকর্ড করা হয়েছে।মরহমের জানাজা নামাজ আগামীকাল নিজ বাড়ি দঃ সাউথপুরা সকাল ৯ টায় অনুস্ঠিত হবে।তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।