
রাজাপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহজাদা বলেন – আজ বেলা ২ টায় অটোরিক্সার ব্যাটারী চার্জ দেয়ার সময় ছিড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে হঠাৎ বিদ্যুৎতায়িত হয়ে ফরিদ ও গাভিটি মারা যায় ও রহমান গুরুতর আহত হয়।আহত অবস্হায় তাকে রাজাপুর স্বাস্হ্য কমপ্লেক্স আনা হলে কর্তব্য রত চিকিৎসক তাকে দ্রুত বরিশালে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।এ ব্যাপারে আজ রাজাপুর থানায় অপমৃত্যু মামলা নং ১৩ রেকর্ড করা হয়েছে।মরহমের জানাজা নামাজ আগামীকাল নিজ বাড়ি দঃ সাউথপুরা সকাল ৯ টায় অনুস্ঠিত হবে।তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।