Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার ,১৫জুলাই,২০১৯ঃ নাজিরপুর প্রতিনিধিঃ দেশজুড়ে চলমান ধর্ষণ, গণধর্ষণ এবং শিশু ধর্ষণের প্রতিবাদে পিরোজপুর জেলার অন্তর্গত নাজিরপুর উপজেলায় আজ সোমবার সকাল সাড়ে দশটায় কনসার্টেড ইম্পীরিয়্যাল ক্লাবের উদ্দোগে গণমানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সিরাজুল হক সরকারী উচ্চ বিদ্যালয়, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সরকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ এবং নাজিরপুর কলেজের সকল শিক্ষক- শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণ অংশ নিয়েছে।

আধা ঘন্টা স্থায়ী এ মানববন্ধনে বিভিন্ন বক্তা বক্তব্য পেশ করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য : সরকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদার, প্রভাষক আবু বকর সিদ্দিক সোহেল, প্রভাষক সাখাওয়াত হোসেন এবং নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনীমা রানী, সহকারী শিক্ষক বীরেন্দ্রনাথ মজুমদার বক্তব্য রেখেছেন।
এছাড়া ৬নং নাজিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন খান, জেলাপরিষদ সদস্য সুলতান মহমুদ খান বক্তব্য রেখেছেন। বক্তারা বলেন, “সম্প্রতি ধর্ষণ মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। ছোট্ট শিশু থেকে ষাটোর্ধ বৃদ্ধা রেহাই পাচ্ছে না যুবকের লালসা থেকে। যে শিশুটি বুঝেই উঠতে পারেনি ধর্ষণ কি, তার আগেই শিশুটির সাথে জঘন্য কাজটি ঘটে যাচ্ছে এবং ধর্ষণের পরে নৃশংসভাবে শিশুটিকে হত্যা করা হচ্ছে। বক্তরা আরও বলেন, “একটি উন্নত এবং সমৃদ্ধশালী দেশ গঠনের প্রধান অন্তরায় হচ্ছে ধর্ষণ।

একটি বিকৃত যৌনতা আমাদের সমাজকে চেপে ধরছে। পারিবারিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ আমাদের থেকে বিলুপ্ত হয়ে গেছে।” ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদন্ডের দাবি তোলা এবং ধর্ষণ প্রতিরোধে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের এগিয়ে আসার দাবি তুলে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়