বন্যা হলেও দেশে খাদ্য সংকট হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ মঙ্গলবার ডিসি সম্মেলনের তৃতীয় দিন আয়োজিত অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে ওই অধিবেশন অনুষ্ঠিত হয়।
খাদ্যমন্ত্রী বলেন, ‘কোনো সংকট নেই। আমাদের পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। শুধু খাদ্যগুদামে না, ত্রাণেও খাদ্য মজুদ আছে। যেকোনো অবস্থাকে মোকাবিলা করতে আমরা প্রস্তুত আছি।’
গত রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঁচ দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর থেকে অধিবেশনগুলো সচিবালয়ে অনুষ্ঠিত হচ্ছে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ‘বন্যায় কোনো খাদ্যশস্য নষ্ট হওয়ার আশঙ্কা নেই। এখন পর্যন্ত কোনো ফসল তো লাগানো নাই। বন্যা নেমে গেলে কৃষকরা ধান লাগাবেন।’
কাজ করার ক্ষেত্রে জেলা প্রশাসকেরা কোনো সমস্যার কথা বলেছেন কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তাঁরা কোনো সমস্যার কথা বলেননি।’
সাধন চন্দ্র আরো বলেন, ‘আমরা আরো চার লাখ টন ধান কিনব। ডিসিরা ধান কেনায় সাহায্য করছেন। এটা আরো জোরদার করার জন্য এবং আমাদের লোকেরা যেন আরো বেশি সহযোগিতা পায়, কৃষকদের কাছ থেকে যেন ধান কিনতে পারে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আরেকটি নির্দেশনা হচ্ছে, প্রতিটি জেলায় আমাদের নিরাপদ খাদ্যের অফিস হবে। সেখান থেকে মানুষ যেন নির্ভেজাল পণ্য গ্রহণ করতে পারে, সে জন্য তাদের আরো কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বলা হয়েছে।’