খােলাবাজার ২৪,মঙ্গলবার ,১৬জুলাই,২০১৯ঃইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃ
ইন্দুরকানী উপজেলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাওন হাওলাদারকে উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ সভাপতি নির্বাচিত করায় আনন্দ মিছিল করেছে উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। আজ রবিবার সকালে ইন্দুরকানী সরকারি কলেজ থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
শাওন হাওলাদারকে সহ-সভাপতি করায় এ সময় মিছিল থেকে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু ও পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব প্রদান করেন ইন্দুরকানী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রাহাত খান রাজু, ইন্দুরকানী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান নোবেল, নিয়াজ খান ও কলেজ ছাত্রলীগের একদাশ শ্রেনীর সভাপতি সানজিদুর রহমান, কাওসার মোল্লা, অমিত বিশ্বাস প্রমুখ।