
খােলাবাজার ২৪,বুধবার ,১৭জুলাই,২০১৯ঃ বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে পিরোজপুরের ১৭ মাদকসেবী ও ব্যবসায়ী।
বুধবার (১৭ জুলাই) পিরোজপুর পুলিশ লাইন্সে তারা আত্মসমর্পণ করে।
এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী, পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে মাদক একটি বড় সমস্যা। এ থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে না পারলে দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত হবে। সমাজ থেকে মাদক দূর করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।