Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
teacher
খােলাবাজার ২৪,বৃহস্পতিবার ,১৮জুলাই,২০১৯ঃ  ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে রাস্তায় প্রকাশ্যে বিবস্ত্র করে পিটুনি দিয়েছে জনতা। পরে তাকে বিবস্ত্র অবস্থায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলায় বুধবার (১৭ জুলাই) এ ঘটনা ঘটেছে বলে কলকাতার কয়েকটি বাংলা গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

খবরে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষকের নাম শেখ ফিরোজ খান। অনেক দিন ধরেই তিনি বিদ্যালয়টির শিক্ষার্থীদেরকে যৌন হেনস্থা করে আসছেন। তার বিরুদ্ধে পদক্ষেপ নিতেই অভিভাবকরা তাকে এমন শাস্তি দিয়েছেন।

বুধবার ওই শিক্ষক ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে। খবর পেয়ে উত্তেজিত জনতা স্কুলে হাজির হয়ে ওই শিক্ষককে আটক করে রাস্তায় নিয়ে যায়। সেখানে তাকে শাস্তি দেয়া হয়।