কঙ্কণা সেন শর্মা ও রণবীর শোরে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে নেন। তার কয়েকদিনের মধ্যেই শোনা যায় কঙ্কণা মা হতে চলেছেন। তাই বলিউডে গুজব চলে যে কঙ্কণা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন বলেন বিয়েটা করে নিয়েছিলেন তাড়াতাড়ি। যদিও এ বিষয়ে কোনো দিনই কেউ মুখ খোলেননি।এক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরিও নাকি বিয়ের আগে প্রেগন্যান্ট হয়ে গিয়েছিলেন। সেতার বাদক রবি শঙ্করের মেয়ে অনুষ্কা শঙ্কর সম্পর্কেও কানাঘুষো চলে যে তিনিও নাকি বিয়ের আগে প্রেগন্যান্ট হয়ে পড়েছিলেন।
কমল হাসানের বউ সারিকা সম্পর্কেও বলা হয় যে বিয়ের আগে তিনি সন্তান সম্ভবা হয়ে গিয়েছিলেন। সেলিনা জেটলি সম্পর্কেও একই কথা শোনা যায়। এই তালিকায় রয়েছেন নেহা ধূপিয়াও।