Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
আ.লীগের দুঃসময়ে পাশে ছিলাম, থাকব : সোহেল তাজ

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার ,১৮জুলাই,২০১৯ঃ  আওয়ামী লীগ ও দেশের দুঃসময়ে পাশে থাকার অঙ্গীকার পূণর্ব্যাক্ত করেছেন বাংদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজীম আহমেদ সোহেল তাজ।

বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘হটলাইন কমান্ডো’ নামে সচেতনতামূলক টিভি রিয়েলিটি শো সম্পর্কে জানাতে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

আওয়ামী লীগ আপনাকে আবারও কোনো দায়িত্ব দিলে নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, ‘আমি শুধু এতটুকুই বলব, আমাদের পরিবার সবসময় আওয়ামী লীগের ও দেশের দুঃসময়ে দলের সঙ্গে ছিল এবং থাকবে। দেশের ও দলের দুঃসময়ে আমিও থাকব।’

বর্তমান সমাজ রাজনীতির জন্য প্রস্তুত নয় বলে মনে করেন সোহেল তাজ। বলেন, ‘একটা সমাজ যদি প্রস্তুত না থাকে, আপনি কী রাজনীতি করবেন? রাজনীতি কাকে নিয়ে করবেন? সমাজকে গড়তে পারলে, মানুষকে তৈরি করতে পারলে – অটোমেটিক সবকিছুরই সমাধান চলে আসবে।’

নিজের রিয়েলিটি শো সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রীপুত্র বলেন,‘ সমাজকে গড়া, এটাও তো রাজনীতির একটা অংশ। সোনার বাংলা গড়ার লক্ষ্যে এটাও একটা অবদান। রাজনীতি কী সাইনবোর্ড নিয়ে করতে হবে নাকি?’

শো’ এর পাশাপাশি কোনো সাংগঠনিক ভিত্তি থাকবে কিনা এমন প্রশ্নে সোহেল তাজ বলেন, ‘শো-এর পাশাপাশি আমরা কিছু কার্যক্রমও পরিচালনা করব। এর অংশ হিসেবে সচেতনামূলক কিছু কাজও করব। অনেক ধরনের কার্যক্রম থাকবে। স্কুল, বিশ্ববিদ্যালয়ে যাব। এটা শুধু টিভি প্রোগ্রামেই সীমাবদ্ধ থাকবে না।